কেরালায় বিমান দুর্ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক ||rajshahirdorpon24
কেরালায় বিমান দুর্ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শনিবার ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকর কে দেয়া এক পত্রে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজ পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। শোকবার্তায় তিনি এ কঠিন সময়ে স্বজনহারাদের শোক সহ্য করার শক্তি ও মনোবল প্রার্থনা করেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরো পড়ুন:ভারতে আবারো করোনা হাসপাতালে আগুন, নিহত ৭
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরলিধরনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নেন এবং স্বজনহারা ও ভারতীয় জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
টেলিফোনে আলাপকালে দুদেশের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ভ্রাতৃপ্রতীম দুদেশের মধ্যে বিরাজমান গভীর সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইফেরত ১৯০ জন যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে ভারীবর্ষণের মধ্যে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির দুজন পাইলটসহ অন্তত ১৮ জন নিহত হন। দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বিমানের বেশিরভাগ আরোহীকে উদ্ধার করে। এর মধ্যে আহত প্রায় ১৫০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।##
সূত্র:somoynews.tv
No comments