ঘুমের ভেতর এক ছোবলে প্রাণ নিলো সাপ ||rajshahirdorpon24
ঘুমের ভেতর এক ছোবলে প্রাণ নিলো সাপ ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় সাপের কামড়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করেন।
সাথী সয়দাবাদ পুনর্বাসন ডি-ব্লক এলাকার মো. আবু বক্করের স্ত্রী।
ওসি মোসাদ্দেক আলী জানান, বুধবার (১৯ আগস্ট) রাতে নিজ ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর কোনো সাপ কামড়ে দেয় সাথীকে। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।#
No comments