Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় অজুখানার পাশ থেকে দিন-দুপুরে মোটর সাইকেল চুরি ||rajshahirdorpon24

    ফাইল ফটো
    বাঘায় অজুখানার পাশ থেকে দিন-দুপুরে মোটর সাইকেল চুরি ||rajshahirdorpon24

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘা শাহী মসজিদের দক্ষিনে অজুখানার পাশ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩০-৮-২০) দুপুরে চুরির ঘটনা ঘটে।


    মোটরসাইকেল মালিক বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার আমিরুল ইসলাম জানান, রোববার জোহরের নামাজ পড়ার জন্য হিরো স্পীন্ডার ১০০ সিসি  ( রাজশাহী-হ ১২-৩৬১৫) মোটরসাইকেলটি শাহী মসজিদের দক্ষিনে অজুখানার পাশে রেখে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে বের হয়ে সেখানে গিয়ে মোটরসাইকেলটি পাননি।


    এ বিষয়ে অভিযোগ করবেন বলে জানান আমিরুল। বাঘা থানার এসআই শাহ আলম জানান, মৌখিক খবরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728