Header Ads

  • সর্বশেষ খবর

    ভাইয়ের সামনে ভাবিকে ধর্ষণ, কারাগারে দুই ভাই ||rajshahirdorpon24

    ভাইয়ের সামনে ভাবিকে ধর্ষণ, কারাগারে দুই ভাই ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (২৪) ধর্ষণ করেছেন দেবর। মঙ্গলবার রাত ৯টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার নোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে দেবর আব্দুল বারেক ও স্বামী আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ।


    এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে স্বামী আব্দুল মালেক ও দেবর বারেককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। বুধবার সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। বুধবার দুুপুরে গ্রেফতার দুই ভাইকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

    ধর্ষণের শিকার গৃহবধূ জানান, বেশ কিছুদিন ধরে স্বামীর সহায়তায় দেবর বারেক তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু দেবরের অনৈতিক প্রস্তাবে তিনি রাজি হননি। সামাজিকতার ভয়ে বিষয়টি তিনি কাউকে জানাননি। সবশেষ মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ির বারান্দায় তিনি মাছ কাটছিলেন। স্বামী মালেক এ সময় বাড়িতেই ছিলেন। হঠাৎ দেবর বারেক বারান্দায় আসেন। এ সময় স্বামী মালেক বিদ্যুতের বাতি নিভিয়ে তাকে শোয়ার ঘরে নিয়ে দুই হাত চেপে ধরেন। এ সময় দেবর বারেক তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামী ও দেবরের বিচার দাবি করেছেন তিনি।


    নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হয়। পরে দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ।


    গুরুদাসপুর থানা পুলিশের ওসি মোজাহারুল ইসলাম সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। দুপুরে দুই ভাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728