বাঘায় অন্ত:সত্বার পর ধর্ষনের অভিযোগ গৃহবধুর !||rajshahirdorpon24
ফাইল ফটো |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় অন্তঃসত্বার ৫মাসের মাথায় একজনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছেন এক গৃহবধু। অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এর পর আতœগোপন করেছেন অভিযুক্ত বাদশা আলম। অপরদিকে অন্তঃসত্বা ওই গৃহবধুর স্বামীও নিজের দোষ এড়িয়ে দোষারুপ করেছেন।
সুত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে উপজেলার মনিগ্রাম এলাকার জিল্লুর রহমানের সাথে ওই গৃহবধুর (মামলার বাদি) বিয়ে হয়। তাদের ঔরসজাত ২ কণ্যা ও ১ ছেলে রয়েছে। তাদের বিয়ের প্রায় ১১ বছর পর স্বামী পরিত্যাক্তা এক নারির সাথে দ্বিতীয় বিয়ে করেন স্বামী জিল্লুর রহমান।
অন্তঃসত্বা গৃহবধু (মামলার বাদি) জানান,তাকে ঠিকভাবে দেখভাল না করার কারণে বাড়ির পাশের মুদি ব্যবসায়ী বাদশা আলমের কাজ কর্ম করে দিতেন তিনি। আর এ সুযোগ কাজে লাগিয়ে তার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন মুদি ব্যবসায়ী বাদশা আলম। শারিরিক সম্পর্কে অন্ত:সত্বা হয়ে পড়েন তিনি (গৃহবধু)। বাদশা আলমকে বিয়ের কথা বলার পর কর্ণপাত করেননি। এরমাঝে সময় পেরিয়ে গেছে প্রায় পাঁচমাস। অবশেষে মামলা করেছেন। অভিযুক্ত বাদশা আলম একই উপজেলার তুলশিপুর গ্রামের ইদ্রিশ আলীর ছেলে। ওই গৃহবধুর বাড়ি সংলগ্ন মনিগ্রাম বাজাওে ব্যবসা করেণ তিনি।
গৃহবধুর স্বামী জিল্লুর রহমান জানান, ১ বছর আগে প্রথম স্ত্রীকে আগের বাড়িতে রেখে পৃথক বাড়ি করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন। এর আগে একই ভিটায় পৃথক রুমে বসবাস করতেন। ৫দিন আগে বিষয়টি জানার পর প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি নারায়নপুর গ্রামে পাঠিয়ে দিয়েছেন। আতœগোপনে থাকায় অভিযুক্ত বাদশা আলমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ডাক্তারী পরীক্ষা (আল্টাসনোগ্রাম) রিপোর্ট সংযুক্ত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। ##
No comments