বাঘায় কৃষকদের মাঝে মাস কালাইয়ের বীজ বিতরণ ||rajshahirdorpon24
বাঘায় কৃষকদের মাঝে মাস কালাইয়ের বীজ বিতরণ ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পল্লী উন্নয়ন দপ্তরের অপ্রধান শষ্য দলের ৪টি সমিতির ৪০জন কৃষকের প্রত্যেককে ৪ কেজি করে মোট ১৬০ কেজি মাস কালাই এর বীজ বিতরণ করা হয়েছে। রোববার(৬ সেপ্টেম্বর) উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর থেকে এই বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মাননীয় প্রধান মন্ত্রী এই স্লোগান সামনে নিয়ে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিনামুল্যে পাওয়া বীজের অপব্যবহার না করে, সুষ্ট ব্যবহারের জন্য কৃষকদের দিক নির্দেশনা দেন চেয়ারম্যান।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে, বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ। #
No comments