Header Ads

  • সর্বশেষ খবর

    হাতির মলের তৈরি চা খেলেন অক্ষয় কুমার ||rajshahirdorpon24

    হাতির মলের তৈরি চা খেলেন অক্ষয় কুমার ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    চরিত্রের প্রয়োজনে কত দৃশ্যেই না অভিনয় করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তবে অভিনয় না, সত্যি সত্যি যা করে দেখালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, যা সত্যিই বিস্ময়কর। জীবনে চা-তো খেয়েছেন, তবে কখনো কি হাতির মলের চা খেয়েছেন? কী, শরীরে নাড়া দিয়ে উঠল? উঠাটাই স্বাভাবিক। তবে বলিউডের খিলাড়ি সত্যি সত্যিই হাতির মলের তৈরি চা খেয়েছেন।


    দুঃসাহসিক অভিযাত্রিক বিয়ার গ্রিলসের অভিযানের সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছেন তিনি। আর নিজেই বিষয়টি জানিয়েছেন ইনস্টাগ্রামে। প্রমাণস্বরূপ জুড়ে দিয়েছেন ভিডিও।

    ‘ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শো-এর এই অভিযান ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়। বর্তমানে ‘বেল বটম’-এর শুটিংয়ের জন্য ব্রিটেনে রয়েছেন অক্ষয়। সেখান থেকেই শেয়ার করেছেন এই ভিডিও।


    গত বছর বিয়ার গ্রিলসের শো-এ তার সঙ্গী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে দুজনে সময় কাটিয়েছিলেন। তারপরই বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে। তিনি গিয়েছিলেন বান্দিপুরের টাইগার রিজার্ভে। বান্দিপুরেই জানুয়ারি মাসে বিশেষ এই এপিসোডের শুটিং করেছিলেন অক্ষয়।#

    সূত্র: jagonews

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728