বাঘায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ভ্রাম্যমান আদালতে ১ জেলের অর্থদন্ড!||rajshahirdorpon24
বাঘায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে
ভ্রাম্যমান আদালতে ১ জেলের অর্থদন্ড!
|
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মৎস্য অধিদপ্তরের নিষেধ থাকা সত্তে¡ও প্রজনন মৌসুমে পদ্মায় পোনা মাছ শিকার করার অপরাধে আজবার আলী নামেএক জেলেকে নগদ ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। মঙ্গলবার (১সেপ্টেম্বর) পদ্মায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা এ রায় প্রদান করেন। সে উপজেলার পদ্মার তীরবর্তী চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর এলাকার খোশবার আলীর ছেলে আজবার আলী। জব্দকৃত ৫ কেজি মাছ গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।মৎস্য অফিসার আমিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।##
No comments