Header Ads

  • সর্বশেষ খবর

    ভারতে দুই বছরে ৪ বার বিক্রি বাংলাদেশি কিশোরী, অবশেষে উদ্ধার ||rajshahirdorpon24

    ফাইল ফটো
    ভারতে দুই বছরে ৪ বার বিক্রি বাংলাদেশি কিশোরী, অবশেষে উদ্ধার ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    দুই বছর আগে ভারতে পাচার করা হয় খুলনার এক কিশোরীকে। এই সময়ের ভেতর চারবার বিক্রি করা হয় তাকে। অবশেষে ভারতের গুজরাট রাজ্যের সুরত এলাকার একটি স্পা সেন্টার থেকে ১৪ বছর বয়সী ওই বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। খবর ‘টাইমস নাউর’ এর।


    প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সুরত পুলিশের মানবপাচার বিরোধী সেল অভিযান চালিয়ে ওই কিশোরীর সঙ্গে পাঞ্জাবের ১৯ বছর বয়সী আরেক তরুণীকে উদ্ধার করে।

    এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পা সেন্টারের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    স্পা সেন্টারের দুই মালিকের নাম বিজয় পাঘরা ও মনসুখ কাঠিরিয়া। তাদের সঙ্গে ধরা পড়েছেন ম্যানেজার বিশাল ভানভেদে।


    খুলনার ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছে, তার গ্রামেরই এক লোক তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়। সেই ব্যক্তি তাকে বেঙ্গালুরুর মিলন নামের একজনের কাছে বিক্রি করে। সেখানে কয়েক দিন রেখে তাকে পাঠানো হয় মুম্বাইয়ের নিতু নামের এক নারীর কাছে। নিতু তাকে আবার বিক্রি করে দেন গুজরাটের সাব্বির আলম নামের আরেক ব্যক্তির কাছে। সেখান থেকে ৫০ হাজার রুপিতে তাকে কিনে নেন মনসুখ কাঠেরিয়া।

    ভারতীয় পুলিশ জানিয়েছে, ‘বাংলাদেশি মেয়ের বাবা দুই বছর আগে মহসিন নামের একজনকে অভিযুক্ত করে খুলনা জেলা পুলিশের কাছে মামলা করেন। মেয়েটিকে তিনদিন আগে সুরতে আনা হয়েছে। এখানে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। ’##

    সূত্র: bdprotidin

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728