Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ডিবি পুলিশ পরিচয়ে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রীর মামলায় গ্রেফতার গ্রাম পুলিশ সোহেল ||rajshahirdorpon24

    বাঘায় ডিবি পুলিশ পরিচয়ে ধর্ষণের অভিযোগে
    কলেজ ছাত্রীর মামলায় গ্রেফতার গ্রাম পুলিশ সোহেল ||rajshahirdorpon24


     বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় গ্রাম পুলিশের এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে এক কলেজ ছাত্রী। মামলায়,ডিবি পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওই ছাত্রীকে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (১৪-০৯-২০২০) মামলা দায়েরের পর বিকেলে গ্রাম পুলিশ সোহেল(২৮)কে  গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পুলিশ পদে বাজুবাঘা ইউনিয়ন পরিষদে কর্মরত সোহেলের বাড়ি বাঘা উপজেলার জোতরাঘব গ্রামে।  তার পিতার নাম আমিরুল ইসলাম।


     অভিযোগ সুত্রে জানা গেছে, মাস দুয়েক আগে উত্তর গাওপাড়া গ্রামের এক কলেজ ছাত্রীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রেমের সর্ম্পক গড়ে তোলে সোহেল। পরে ভুয়া কাবিন নামায় বিয়ে করে ওই ছাত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। এমতাবস্থায় মূল পরিচয় গোপন করে র‌্যাবে যাওয়ার কথা বলে কলেজ ছাত্রীর কাছে টাকা দাবি করে সোহেল। সন্দেহের এক পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সোহেল ডিবি পুলিশ নয়, গ্রাম পুলিশ। 


    বাঘা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, মামলায় সোহেলকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। আর মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।## 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728