বাঘায় হাজার টাকার আটটি জাল নোটসহ ২ যুবক আটক||rajshahirdorpon24
বাঘায় হাজার টাকার আটটি জাল নোটসহ ২ যুবক আটক||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় জাল নোটসহ ২যুবককে আটক করেছে পুৃলিশ। এসময় তাদের কাছ থেকে ৮টি ১হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
বুধবার (০৯-০৯-২০) বিকেল সাড়ে ৫টায় বাঘা মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ওই যুবকের একজনের বাড়ি বাঘা পৌর সভার মর্শিদপুৃর গ্রামে। তার বয়স ১৩ বছর । অপরজন একই পৌর সভার চাকিপড়া গ্রামের বাসিন্দা। তার বয়স ১৮ বছর। তারা ২জনই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তথ্য অনুসন্ধানের স্বার্থে তাদের নাম ও পিতার নাম গোপন রাখা হয়েছে।
বাঘা থানার এসআই নাজমুল হক জানান,তারা ৫০% কমিশনে জাল নোটগুলো বিক্রির জন্য মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জয়নাল আবেদীন ও সংগীয় ফোর্স নিয়ে তাদের আটক করে জাল নোটগুলো জব্দ করা হয়। সিনিয়র এএসপি (বাঘা-চারঘাট সার্কেল ) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান এসআই নাজমুল হক।##
No comments