Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন তিনজন ||rajshahirdorpon24

    রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন তিনজন ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।


    আটককৃতরা হলেন- অলকার মোড়ের রতন সরকারের ছেলে প্রতাপ সরকার (৪২), সাহেববাজার মাস্টারপাড়ার মামুনের ছেলে শহিদুল হাসান রনি (৩৫), বোয়ালিয়া পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মো. মাসুম (৩৫)।

    নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, নগর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আমিনুর রহমান গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার বোয়ালিয়া পাড়া এলাকার গোলাম আজম হোসেন বাবুর বাড়ির এক তলা ছাদের বর্ধিত অংশের উত্তর-পূর্ব কোন একটি বিদেশি সচল কাটা বন্দুক উদ্ধার করেন।


    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পূর্ব শত্রুতাবশত বাড়ির মালিককে ফাঁসানোর জন্য তৃতীয় কোন পক্ষ ছাদের কার্নিস বেয়ে এসে অস্ত্রটি রেখে যেতে পারে। পরে  অভিযান পরিচালনা করে শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728