বাঘায় আলাইপুর সীমান্তে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ ||rajshahirdorpon24
বাঘায় আলাইপুর সীমান্তে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ ||rajshahirdorpon24 |
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী বাঘায় সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলার সীমান্ত এলাকার আলাইপুর বিজিবি (বর্ডার গার্ড ব্যাটালিয়ান) । বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভারতে পাচারকালে ওই ইলিশ মাছগুলো জব্দ করে। চোরাকারবারীরা মাছগুলো নৌকায় নদীপথে ভারতে পাচারের জন্য সড়কঘাট এলাকার পদ্মার পাড়ে অপেক্ষা করছিল।
আলাইপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আবু তালেব বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জব্দকৃত মাছগুলো বাঘা উপজেলা নির্বাহী অফিসার, শাহিন রেজার উপস্থিতিতে মাদ্রাসায়, এতিমখানায়, এলাকার দুস্থ ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে বাঘা মহিলা মাদ্রাসায় ২০টি, জামিয়া মাদানিয়া দারুল কোরআন মাদ্রাসায় ১৫টি, সরের হাট কল্যাণী শিশু সনদ এতিমখানায় ২০টি, আড়ানী কাওমি মাদ্রাসায় ১৫টি, কিশোরপুর হাফিজিয়া মাদ্রায় ১৫টি এবং এলাকার দুস্থ ও গরীবদের মাঝে ২০টি। ১২৬ কেজি ওজনের মোট মাছের সংখ্যা ১০৫টি ।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্বব হয়নি বলে জানান সুবেদার আবু তালেব।##
No comments