Header Ads

  • সর্বশেষ খবর

    স্বামীর স্বীকৃতির দাবিতে সন্তানসহ স্ত্রীর অনশন ||rajshahirdorpon24

    স্বামীর স্বীকৃতির দাবিতে সন্তানসহ স্ত্রীর অনশন ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    স্বামীর কাছ থেকে স্বীকৃতি পেতে সন্তানসহ আমরণ অনশন করছেন মাগুরা জেলা থেকে আসা জান্নাত আরা। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন বসেন তিনি।


    নিজের অনশন সম্পর্কে জানাতে গিয়ে জান্নাত আরা বলেন, ‘২০০৯ সালে ভালোবেসে একই জেলার আজিজুল হকের ছেলে হিশাম আহমেদকে বিয়ে করি। পরবর্তীকালে আমরা দু’জনেই মাগুরা জেলা শহরে বসবাস শুরু করি। কিন্তু আমাদের বিয়ে আমার শ্বশুর বাড়ির কেউ মেনে নিতে চায় না। এমনকি নানাভাবে আমার স্বামীকে বুঝিয়েছে যাতে আমাকে ছেড়ে দেয়।’

    তিনি বলেন, ‘আমার মেয়ে তাসনিন জন্ম নেয়ার পরে হঠাৎ করেই আমার স্বামী আমাদেরকে ছেড়ে চলে যায় এবং স্থানীয়দের টাকা দিয়ে কিনে নেয়। এখন সে আমাকে স্বীকৃতি দেয় না, আমার মেয়েকেও স্বীকৃতি দেয় না।’


    তিনি অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীর পরিবার থেকে আমার ও আমার ভাই, বোন, বোনের স্বামীর নামে চারটি মামলা দায়ের করে। চারটির মধ্যে দুটি মিথ‌্যা প্রমা‌ণিত হ‌য়ে‌ছে। আর দুটি চলমান।’


    জান্নাত আরা আরও বলেন, ‘আমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই। এখন না যেতে পারছি স্বামীর সংসারে না থাকতে পারছি বাবার কাছে। তাই প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছি, সঠিক বিচার পাওয়ার আশায়।’#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728