Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘা উপজেলায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত||rajshahirdorpon24

    বাঘা উপজেলায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত||rajshahirdorpon24

    আব্দুল মতিন, বাঘা,(রাজশাহী):
    আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।


    বাঘা উপজেলা রুস্তমপুর ইয়ুথ ক্লাবে কেক কাটা, বৃক্ষ রোপণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তমজন্মদিন পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে সোমবার দুপুর ১২টায় রুস্তমপুর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও  সন্ধ্যা ৬টায় বাঘা উপজেলা রুস্তমপুর ইয়ুথ ক্লাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর রুস্তমপুর ইয়ুথ ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    বৃক্ষরোপণ



    এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি, ৯নং ওয়ার্ড মোঃ জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক, মহাতাব উদ্দিন, যুবলীগের সভাপতি, মোঃ আজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম, ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক, মোঃ আশিকুর রহমান,


    এসময় আরো উপস্থিত ছিলেন, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রিবন আহমেদ ( বাপ্পি), বাঘা উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ আবুল হাসান, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হৃদয় সরকার, মোঃ গোলাম পাঞ্জাতন সরকার (সরদহ সরকারি কলেজ সহকারী অধ্যাপক)সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728