বাঘায় পদ্মার পাড়ে মাথায় বহনকরা খড়ির বোঝার নীচে পড়ে যুবকের মৃত্যু! ||Rajshahirdorpon24
ফাইল ফটো বাঘায় পদ্মার পাড়ে মাথায় বহনকরা খড়ির বোঝার নীচে পড়ে যুবকের মৃত্যু! ||Rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় নিজের মাথায় বহন করা খড়ির বোঝার নীচে পড়ে সালাউদ্দীন মিন্টু (৩৫) নামের এক যুবক মৃত্যু বরণ করেছে। পদ্মার ওপার থেকে খড়ির বোঝা নিয়ে এপারে উঠার সময় পদ্মার পাড়ে পা ফসকে পড়ে যায় মিন্টু। এ সময় মাথায় বহন করা খড়ির বোঝা তার শরীরের উপর পড়ে। স্থানীয়রা খড়ির বোঝার নীচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শুক্রবার(০৪-০৯-২০) সকাল ১০ টায় উপজেলার পাকুড়িয়া বেলালের মোড় এলাকার পদ্মার পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু পাকুড়িয়া বেলালের মোড় এলাকার আফাজ উদ্দীনের ছেলে। স্থানীয় চিকিৎসক জীবন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ##
No comments