Header Ads

  • সর্বশেষ খবর

    অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধকে সংজ্ঞাহীন অবস্থায় বাঘা হাসপাতালে ভর্তি ||rajshahirdorpon24

    অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধকে সংজ্ঞাহীন অবস্থায় বাঘা হাসপাতালে ভর্তি ||rajshahirdorpon24

     বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
    রাজশাহীর বাঘায় সংজ্ঞাহীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ৬০ বছর বয়সের এক বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জৈনক ভ্যান চালক,উপজেলার তুলশিপুর গ্রামের মসজিদে অবস্থানরত তাবলীগ জামায়াতের লোকের জিম্মায় রেখে চলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    শনিবার (১২-০৯-২০) সকাল সাড়ে এগারোটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা। শনিবার বিকেল ৪টায় হাসপাতালের আন্তঃবিভাগের পুরুষ ওয়ার্ডে গিয়ে ওই বৃদ্ধকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালের বেডে  চিকিৎসাধীন অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। যার কারণে তার নাম ঠিকানা ও পরিচয় জানা যায়নি।

     তুলসীপুর গ্রামের মজিবর রহমান নামের একজন জানান,শনিবার সকাল সাড়ে ১০টায় জৈনক ভ্যান চালক ঔষধ নিয়ে আসার কথা বলে সংজ্ঞাহীন অবস্থায় তুলশিপুর গ্রামের মসজিদে অবস্থানরত তাবলীগ জামাতের লোকের জিম্মায় ওই বৃদ্ধকে রেখে চলে যাই। পরে তাকে হাসপাতালে ভর্তি করেন।


     বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে অফিসার পাঠানো হয়েছিল। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728