বাঘায় নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় চলছে ইলিশ শিকার, ৬ দিনের অভিযানে জাল ও মাছ জব্দ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় চলছে ইলিশ শিকার। আর মা ইলিশ রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর। ৬দিন অভিযান পরিচালনা করে সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের ১১ হাজার মিটার কারেন্ট ও বেড় জাল এবং ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর (সোমবার) পর্যন্ত বাঘা উপজেলার পদ্মার ২৬ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো উপজেলার মীরগঞ্জ, আলাইপুর বিজিবি ক্যাম্প, গোকুলপুর, আলাইপুর নদীর ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় দেয়া হয়।
মৎস্য অদিদপ্তর সুত্রে জানা যায়,উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজাসহ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামাল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার আমিরুল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিবিকে সাথে নিয়ে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম জানান, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পদ্মায় ইলিশ ধরা নিষেধ রয়েছে। কিন্তু এ আদেশ অমান্য করে অসাধু জেলেরা রাতের অন্ধকারে মাছ ধরতে নদীতে জাল ফেলছে। সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে জাল জব্দ করে জনস্মুখে পুঁড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্যে সাড়ে ৩ লক্ষ টাকা। তবে ইলিশ মাছ জব্দ করা হয়েছে মাত্র ২কেজি। উল্লেখ্য,নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের আয় রোজগারের কথা বিবেচনা করে উপজেলায় ১ হাজার ৩০৭ জন জেলের মধ্যে ৮২৫ জনকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। বাঁকি জেলেরা পরে পাবেন বলে মৎস্য অধিদপ্তর সুত্রে জানা গেছে। ##
No comments