রাজশাহী চারঘাটে ছুরিকাঘাতে ভ্যানচালককে হ্ত্যা ||rajshahirdorpon24
![]() |
রাজশাহী চারঘাটে ছুরিকাঘাতে ভ্যানচালককে হ্ত্যা ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজশাহীর চারঘাটে জালাল উদ্দিন (৫৫) নামের এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ঝিকড়া বালিয়াডাঙ্গির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জালাল উদ্দিন ঝিকড়া গ্রামের বাসিন্দা।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ওসি।
সেখান থেকেই তিনি জানান, কীভাবে, কেন এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে কোপানো হয়েছে কি না বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। #
No comments