বাঘায় ৫ম বিজ্ঞান অলিমপিয়াড প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৫ম বিজ্ঞান অলিমপিয়াড প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্টান হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আনুষ্টানিকভাবে এই পুরুস্কার বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় ২১টি স্কুল ও ৭টি কলেজ অংশ করে। স্কুল পর্যায়ে প্রথমস্থান অর্জন করে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় সোনাহদ উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম শাহদৌলা সরকারি কলেজ, দ্বিতীয় এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ ও তৃতীয় মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ।
আয়োজিত পুরুস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এবং উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ২৮টি প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থী।
No comments