Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উৎযাপন ||rajshahirdorpon24



    বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ 

    স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বাঘায় কৃষি-সহ সকল পর্যায়ে উৎপাদন বাড়াতে “জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উৎযাপন করা হয়েছে। শুক্রবার(২-অষ্টোবর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিবসটি পালন করা হয়। সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু। তিনি বলেন, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি-সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে। উৎপাদন ছাড়া কোন দেশেরই উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতার স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলা রুপদেয়া। তা বাস্তবায়ন করতে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: কামাল হোসেন, উপজেলা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন হাসান,বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক,ইমাম, কৃষক, সরকারি কর্মকর্তা ও সুধীমহল সহ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। #

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728