Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় হত্যা ও ডাকাতি মামলায় দুই আসামী গ্রেফতার ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    বাঘা  (রাজশাহী) প্রতিনিধি ঃ

    রাজশাহীর বাঘায় হত্যা ও ডাকাতি মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে হত্যা মামলার আসামী হলো-  উপজেলার আড়ানি পৌর  সভার চক সিংগা গ্রামের  সাহাবাজের ছেলে মাজদার আলী। অপরজন ডাকাতি মামলার আসামী বাঘা পৌর সভার বাজুবাঘা গ্রামের এরশাদ আলীর ছেলে ইজদার আলী ওরফে রিজদার। রোববার (১৬-১১-২০) রাতে তাদের গ্রেফতার করা হয়।  


    পুলিশ জানায়,তাদের দুইজনের নামেই গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন তারা আতœগোপনে ছিল। অফিসার ইনচার্জ (ওসি ) নজরুল ইসলাম জানান, সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। ##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728