সাত লক্ষ কম্বল ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ||rajshahirdorpon24
মো শান্ত মিয়া সাভার
শীতে নতুন করে সাত লক্ষ কম্বল ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সোমবার (১৬ নভেম্বর) রাতে সাভারের তালবাগ এলাকায় সাভার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, শীতে দারিদ্র পীত এলাকায় দুস্থদের মাঝে শুকনো খাবার দেওয়া হবে এবং শিশুদের জন্য শীতের পোশাক বিতরণ করা হবে যাতে কেউ কষ্ট না পায়। দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে বিশ্বে আগামী ছয় মাসের মধ্যে করোনার টিকা পাওয়া যেতে পারে, তার পরে বাংলাদেশেও এর টিকা পাওয়া যেতে পারে।মতবিনিময় সভায় এসময় সাভার প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
No comments