সাভারে যুবলীগের জরুরী বর্ধিতসভা অনুষ্ঠিত ||rajshahirdorpon24
মো শান্ত মিয়া সাভার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে শক্তিশালী করার লক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ নভেম্বর) হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জরুরী এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
সভায় যুবলীগকে সু-সংগঠিত করার পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে সবাইকে শপথ বাক্য পাঠ করোনা হয়।এছাড়া বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আল রাজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments