শিকড় কেটে ফেলায় চারঘাটের শতবর্ষী কড়ই গাছ উপড়ে পড়লো রাস্তায়||rajshahirdorpon24
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটের সরদহ বাজারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শতবর্ষী কড়ই গাছটি বুধবার বিকালে উপড়ে রাস্তায় পড়েছে। এতে সকল ধরনের যান-বাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
চারঘাট-বাঘা প্রধান সড়কের পাশে সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে শতবর্ষী এ কড়ই গাছটি দাঁড়িয়ে ছিলো ১০০ বছরেরও বেশি সময় ধরে।
স্থানীয়রা বলছেন, এ কড়ই গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিলো। কিন্তু আজ বুধবার বিকাল ৩ টার দিকে হঠাৎ করে গাছটি উপড়ে রাস্তায় পড়ে। এতে চারঘাট-বাঘার প্রধান সড়কটি বন্ধ হয়ে জনদূর্ভোগ সৃষ্টি হয়।
উপড়ে পড়া শতবর্ষী কড়ই গাছটি দেখতে আসা সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুস সামাদ বলেন, এটি অতি প্রাচীন বটবৃক্ষ। আমার অনুমান ইতোমধ্যে গাছটি শততম জন্মদিন পার করেছে। পাইলট স্কুলে পড়াকালীন সময়ে এ কড়ই গাছটির নিচে দাঁড়িয়ে বন্ধুরা মিলে অনেক আড্ডা দিয়েছি। অনেক স্মৃতি জড়িত রয়েছে গাছটা ঘিরে। সবার উচিত ছিল গাছটিকে বাঁচিয়ে রাখা। অথচ পৌরসভার ড্রেন করতে গুরুত্বপূর্ন শিকড় গুলো কেটে ফেলায় গাছটির মৃত্যু ঘটলো।
চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, কড়ই গাছটি উপড়ে পড়ে চারটি দোকান ও সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ভেঙ্গে গেছে। উদ্ধার কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা বলা সম্ভব না।
তিনি আরো জানান, গাছটির গোড়ার একপাশে মাটি ছিল না। পৌরসভার ড্রেন তৈরিতে খননের সময় কড়ই গাছটি অনেকগুলো শিকড় কেটে গেছে। এজন্যই গাছটি অন্যপাশে উপড়ে পড়েছে।
এদিকে কালের সাক্ষী শতবর্ষী কড়ই গাছটি উপড়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। ড্রেনের কাজ করতে গিয়ে কড়ই গাছটির শিকড় কেটে ফেলায় পৌর কতৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন।
শতবর্ষী কড়ই গাছটি উপড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, চলাচল স্বাভাবিক করতে গাছটি উপড়ে যাওয়ার শুরু থেকেই আমি ঘটনাস্থলে উদ্ধার কাজে আছি। এ বছর অতিরিক্ত বৃষ্টি হওয়ায় গোড়া নরম হয়ে গাছটি উপড়ে গেছে। এতে ড্রেন খননের কোনো বিষয় নেই।#
No comments