চারঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষাবোর্ড সচিবের জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ||rajshahirdorpon24
নিজস্ব প্রতিবেদক,চারঘাট:
বর্তমানে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানেই ফেস মাস্ক ছাড়া সেবা মিলছে না। কোভিড-১৯ থেকে রক্ষা পেতে বর্তমানে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার ।
যার পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী এর সচিব ড. মোঃ মোয়াজ্জেম হোসেন ও তাঁর সহধর্মিণী নিলুফার নাজিব নিলু। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
রবিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী গ্রাম ফাউন্ডেশন লাইব্রেরির উদ্যেগে চারঘাট উপজেলার বিভিন্ন বাজারে সচেতনতা তৈরি ও মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের পাশাপাশি মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধ করার আহ্বান জানান তারা।
রাজশাহী শিক্ষাবোর্ড এর সচিব ড. মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, করোনার গ্রাস থেকে বিশ্ব এখনো মুক্তি পায়নি। কেউ জানিনা কবে নাগাদ পাওয়া যাবে নির্মল বাতাসে মাস্ক ছাড়া মন ভরে শ্বাস নেওয়ার স্বাধীনতা। করোনা থেকে নিরাপদে থাকতে হলে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কই বর্তমানে করোনা প্রতিরোধের একমাত্র হাতিয়ার। তাই বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের পক্ষ থেকেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
No comments