Header Ads

  • সর্বশেষ খবর

    আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীর ১২টি ঘর পুড়ে ছাই ||rajshahirdorpon24

     


    মো শান্ত মিয়া সাভার 

    সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি শ্রমিক কলোনীর ১২ টি আধাপাকা ঘর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী টেংগুরির মরিচকাটা এলাকার মনির ভিলায় এ আগুন লাগার ঘটনা ঘটে।


    ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকার মনির ভিলায় আধাপাকা ঘরে বসবাস করে আসছিলো ১২টি হত দরিদ্র শ্রমিক পরিবার। দুপুর ১২ টার দিকে হঠাৎ একটি রুমে আগুন লাগে। এসময় মুহুর্তের মধ্যে আগুন পুরো কলোনীতে ছড়িয়ে পড়লে ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে এসময় অন্তত পাঁচ জন আহত হয়েছে। ঘরগুলো পুড়ে যাওয়ায় শ্রমিকদের আসবাব পত্রসহ জমানো টাকা পয়সা পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728