Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় অসুখের যন্ত্রনায় গৃহবধূর আত্মহত্যা ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি

     বাঘায়  জয়ারানি সরকার (৩২) নামের দুই সন্তানের জননী অসুখের যন্ত্রনা সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ১ ছেলে ও ১ মেয়ের  মা,জয়ারানি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর হিন্দুপাড়া গ্রামের অখিল কুমারের স্ত্রী। 


    শনিবার (২৮-১১-২০) সকালে  নিজ বাড়ির শয়ন কক্ষের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবার থেকে কোন অভিযোগ না থাকায়  হিন্দু শাস্ত্রমতে মরদেহের সৎকার করা হয়।


     স্বামী অখিল কুমার জানান, সকালের নাস্তা করে মাঠের কাজে  চলে যান। পরে আত্মহত্যার খবর পান। আমার স্ত্রী দীর্ঘদিন থেকে শ্বাসযন্ত্রের অসুখে ভূগছিল। এছাড়াও মাথার সমস্যা ছিল। অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ  করেনি।## 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728