Header Ads

  • সর্বশেষ খবর

    আত্মহত্যা করায়, চাকরিতে যোগ দেওয়া হলোনা যুবকের ||rajshahirdorpon24

     


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

    ঢাকার এক প্রাইভেট কোম্পানীতে চাকরি করতো মিনহাজুল (১৭)। ১০ দিন আগে ছুটিতে বাড়িতে এসেছে। ছুটি শেষে কর্মস্থলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। সে উপজেলার হরিরামপুর মুনসি পাড়ার পিন্টু মুনসির ছেলে।


     রোববার (২৯-১১-২০) সকাল ১০ টায় নিজ বাড়ির দক্ষিন দুয়ারি শয়ন কক্ষ থেকে গলায় রশির ফাঁস দেওয়া ঝুলন্ত  মরদেহ উদ্ধার করে পরিবার। এর আগে রাতের যে কোন সময়ে আতœহত্যার পথ বেছে নেয় মিনহাজুল। মানষিক ভারসাম্যহীনতার কারণে আতœহত্যা করেছে বলে পুলিশের কাছে দাবি করেছে পরিবার। সহোদর ভাই আরাফাত জানান, ঢাকার গুলশানে আইএসএস কোম্পানীতে সিকিউরিটি গার্ডের চাকরি করতো তার ভাই মিনহাজুল।


      খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) নুরে আলম।  এ সময় পিতা পিন্টু মুনসিসহ পরিবারের সদস্যরা জানান,মানষিক ভারসাম্যহীনতার কারণে আতœহত্যা করেছে। অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ এবং সন্দেহ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন । 


    এ ব্যপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি । ##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728