গান গেয়ে আলোচনায় হিরো আলম ||rajshahirdorpon24
ফাইল ফটো |
নিউজ ডেস্ক:
একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে হইচই পড়ে যায়। তারই ধারাবাহিকতায় এবার ‘বাবু খাইছো’ গানটি গাইলেন তিনি।
হিরো আলমের গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘ডেটিংয়ে যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে।
তবে ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। চলছে আলোচনা-সমালোচনাও।
এ বিষয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’
জানা যায়, ভবিষ্যতে তিনি আরও গান গাইবেন। আর এসব গানের মিউজিক ভিডিও করবেন। তার যেসব গান আসবে; সেসবের মিউজিক ভিডিওতে তিনিই থাকবেন। এছাড়া একটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
হিরো আলম বগুড়ার একজন ক্যাবল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে তিনি আলোচিত হন। এরপর তিনি সিনেমায় অভিনয় করেন।
এভাবেই আলোচিত হতে থাকেন। গত সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন টেলিভিশনের টকশোতেও কথা বলেন তিনি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রকাশিত হয় ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান। যা খুব জনপ্রিয়তা পায় তরুণদের মাঝে। ওই সময় ফেসবুক ও ইউটিউবে গানটি প্রকাশ হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।#
No comments