মুজিববর্ষ উপলক্ষে ৮ লক্ষ ৮২ হাজার গৃহ নির্মাণ করে দেয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী ||rajshahirdorpon24
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে আট লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারের তালিকা তৈরি করেছেন যাদের ভূমি নেই তাদেরকে ভূমি ও গৃহ এবং যাদের ভূমি আছে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুরের দক্ষিণপাড়া এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, সরকারের পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে স্বাস্থ্য সম্মত বাথরুম নেই তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্য সম্মত বাথরুম করে দেওয়া হবে যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। পরে প্রতিমন্ত্রী ওই এলাকায় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণির মাতা-পিতার কবর জিয়ারত করেন।
এসময় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments