পদ্মা সেতু হওয়ায় বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ: দুর্যোগ প্রতিমন্ত্রী ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়ায় বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে ঢাকা জেলা ইউনিটের কোভিড-১৯-এ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট হস্তান্তর ও পরিচিত সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. এনামুর রহমান আরও বলেন, করোনাভাইরাসের মধ্যেও সরকারি কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার, লিজা আক্তার এসময় উপস্থিত ছিলেন।
No comments