মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লাকে মেয়র হিসেবে দেখতে চান সাভার পৌরবাসী ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান (তানভীর) সাভার প্রতিনিধি
সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর , সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা কে আগামীতে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী। এ নিয়ে পৌর নাগরিকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। সাভারের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী মো নজরুল ইসলাম মানিক মোল্লা কে নির্বাচন করার জন্য দাবি জানিয়েছেন পৌর নাগরিকগণ।
সর্বদা সদালাপী ও সহজ-সরল মনের মানুষ হচ্ছেন মো নজরুল ইসলাম মানিক মোল্লা। সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুব সমাজের অহংকার নজরুল ইসলাম মানিক মোল্লা একটানা ৩ বার বিপুল ভোটের ব্যবধানে পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নিজের পৈত্তিক সম্পত্তি বিক্রি করে তিনি বারবার নির্বাচনে অংশ নেন। সরকারি যে কোন বরাদ্দ পেলে শতভাগ কাজ করে থাকেন।আগামীতে মো নজরুল ইসলাম মানিক মোল্লা কে নিয়ে স্বপ্ন দেখছেন পৌরবাসী। পৌর মেয়র হলে অবশ্যই কাঙ্খিত উন্নয়ন হবে পৌরসভার। এমন অভিমত পৌর নাগরিকদের।
এ ব্যাপারে জানতে চাইলে বলেন, সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর , সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা আগামী পৌর নির্বাচনে আ.লীগের দলীয় প্রতীক নৌকা পেলে আমি মেয়র পদে নির্বাচন করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলর হয়ে পৌর নাগরিকদের কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হয় না। তাই মেয়র হয়ে জন প্রত্যাশা পূরণ সহ পৌরসভার দীর্ঘ দিনের কাঙ্খিত উন্নয়ন করতে চাই।
No comments