আড়ানী পৌর নির্বাচন ঃ মেয়র পদে বিএনপির তুফানের মনোনয়নপত্র উত্তোলন ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনসহ ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। নির্বাচন অফিস সুত্রে জানা যায়,এর মধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুজাত আহম্মেদ তুফান । তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, যুগ্ম আহবায়ক ও বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,আলিমুল গাজি, বাঘা পৌর যুবদলের সাবেক সভাপতি আবদুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক আজমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাবেক মেয়র ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি শিক্ষক নজরুল ইসলাম ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর।
মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।##
No comments