সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুছ পারভেজ মতবিনিময় সভা ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ পারভেজ । তিনি সন্ধ্যায় সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সভায় মো ইউনুস পারভেজ আগামী সাভার পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করলে উপস্থিত সকলেই তার প্রতি সমর্থন জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো ইউনুস পারভেজ বলেন, সীমান্তবর্তী সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ডের দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। আমি এই সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড দূর্ভোগসহ সবধরনের সমস্যা দূরীকরণ এলাকাবাসীর খাদিম হয়ে সেবা করার সুযোগ চাই। আমি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশী। তিনি বলেন, নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী আমার কাজের মূল্যায়ন স্বরুপ দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেয়া হবে।
No comments