Header Ads

  • সর্বশেষ খবর

    মেহেদী ও আরেফিন ’র নেতৃত্বে ঐক্যবন্ধ ধামরাই উপজেলা প্রজন্মলীগ ||rajshahirdorpon24

     

    মেহেদী ও আরেফিন ’র নেতৃত্বে ঐক্যবন্ধ ধামরাই  উপজেলা প্রজন্মলীগ 


    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি :

    ধামরাই  উপজেলা প্রজন্মলীগের  সুশৃঙ্খল ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে চলেছে প্রজন্মলীগের ।ধামরাই  উপজেলা প্রজন্মলীগের বিপ্লবী সভাপতি আবির আহমেদ মেহেদি  ও সাধারণ সম্পাদক শেখ সুলতান আরেফিন  ধামরাই উপজেলার প্রতিটি ইউনিট প্রজন্ম লীগ কে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ফলশ্রুতিতে দলীয় সকল কর্মকান্ডে প্রজন্মলীগের প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ধামরাই উপজেলা সদর ও তৃণমুলের বিভিন্ন পর্যায়ের  প্রজন্মলীগের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। 


    স্থানীয় রাজনীতিতে ত্যাগ, জনপ্রিয়তা বিবেচনায় আবির আহমেদ মেহেদি কে সভাপতি ও শেখ সুলতান আরেফিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পর ধামরাই উপজেলা প্রজন্ম লীগ  তাদের সার্বিক কর্মকান্ডে চমক দেখাতে শুরু করে। ধামরাই উপজেলা প্রজন্মলীগের  সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমুল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে প্রজন্ম লীগ কে তাদের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা  ঢাকা জেলার উত্তরে প্রজন্মলীগের সভাপতি আল আমিন অন্তর ভাই  নির্দেশনায় সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ করে শক্তিশালী প্রজন্মলীগ  উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এতে তৃণমুল থেকে ধামরাই উপজেলা সদর পর্যন্ত প্রজন্ম লীগ প্রাণচাঞ্চল্যতা দেখা দেয়।ধামরাই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রজন্মলীগের  রাজনীতি ইতোপূর্বে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও মেহেদী ও আরেফিন  নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রজন্মলীগের  কমিটি গঠন করা হয়েছে। 


    শেখ সুলতান আরেফিন প্রজন্মলীগে  সাধারণ সম্পাদক ও আবির আহমেদ মেহেদি প্রজন্মলীগে সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রাখার পাশাপাশি প্রজন্ম লীগের নেতাদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। আর তারা তৃণমুল থেকে উঠে আসায় প্রজন্ম লীগ নেতৃত্বে জাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে দু’জনেই ক্লিন ইমেজের হওয়ায় এমন পরিবর্তন সম্ভব হয়েছে বলে নেতা-কর্মীরা মনে করেন। ধামরাই  উপজেলা প্রজন্মলীগ  সভাপতি আবির আহমেদ মেহেদি  ও সাধারণ সম্পাদক শেখ সুলতান আরেফিন  ঢাকা জেলার উত্তরে বলল সভাপতি আল আমিন অন্তর  নেতৃত্বের প্রতি আনুগত্য থেকে দলীয় ভাবমূর্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন। ২০২০ সাল অনুষ্ঠিত  ধামরাই  পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে প্রজন্মলীগ  জীবনবাজি রেখে কাজ করে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। 


    ধামরাই উপজেলা বিভিন্ন ইউনিটের প্রজন্মলীগের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে কথা হলে তারা জানায়- অতীতের যে কোন সময়ের চেয়ে  ধামরাই উপজেলা, পৌরসভা,ধামরাই সরকারি কলেজ ও তৃণমুল পর্যায়ে প্রজন্মলীগের সুশৃঙ্খল ও শক্তিশালী। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ধামরাই উপজেলা  প্রজন্মলীগের বিপ্লবী সভাপতি আবির আহমেদ মেহেদি ও সাধারণ সম্পাদক শেখ সুলতান আরেফিন  সাহসী ভূমিকা পালন করে যাচ্ছেন।


    ধামরাই উপজেলা প্রজন্মলীগের সভাপতি  আবির আহমেদ মেহেদি বলেন- বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার দিন বদলের সনদ ভিশন-২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহ দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমাদের প্রাণপ্রিয় নেতা, ঢাকা জেলার উত্তরের প্রজন্মলীগের সভাপতি আল আমিন অন্তর  আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য যে- আমরা একজন বিশ্বমানের নেতা পেয়েছি, যিনি বাংলাদেশকে দুর্বারগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নদ্রষ্টা। আইসিসি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে আনেন। এমন বিশ্বমানের নেতার নেতৃত্বে প্রজন্ম লীগ রাজনীতি করার সুযোগ পেয়ে সত্যিই গর্বিত। 



    ধামরাই  উপজেলা প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক শেখ সুলতান আরফিন কে বলেন- প্রিয় নেতার নেতৃত্বে  ধামরাই রেকর্ড পরিমাণ উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, যা  ধামরাই উপজেলা হওয়ার পর থেকেও সম্ভব হয়নি।  ঢাকা জেলার উত্তরের প্রজন্মলীগের সভাপতি আল আমিন অন্তর নেতৃত্বে  ধামরাই উপজেলা প্রজন্মলীগের বিএনপি-জামায়াতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে আছে-মাঠে থাকবে ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728