পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: ডা. এনাম ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সারাদেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণির উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসময় আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুল গণিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সাভারবাসীর প্রতি আহবান জানান ডা. এনাম।
সাভারের পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এসময় উপস্থিত ছিলেন।
No comments