Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে বিএনপি নেতার দৌরাত্ন্যে জনজীবন অতিষ্ঠ ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    তানোর(রাজশাহী)প্রতিনিধি

    রাজশাহীর তানোরে বিএনপির মামলাবাজ এক নেতার দৌরাত্ন্য সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এদিকে প্রতিবেশীর বাড়ি নির্মাণে বাঁধা দিয়ে  তার বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মুনসুর রহমান তার প্রতিবেশী মর্জিনা বেগমের বাড়ি নির্মাণে বাধা দিচ্ছে। মর্জিনা বেগমের নামে জায়গা অথচ তার স্বামীর নামে আদালতে ১৪৪ ধারা মামলা করে বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়েছে মামলাবাজ মুনসুর রহমান। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় বির্তকিত ভুমিকার কারণে মুনসুরের বিরুদ্ধে সাধারন মানুষ এমনিতেই ক্ষুব্ধ রয়েছে। এদিকে প্রতিবেশী মর্জিনা বেগমের বাড়ি নির্মাণে বাধা দেয়ায় গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

    এলাকাবাসি এবিষয়ে সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেম কামনা করেছেন। 


    স্থানীয়রা জানান, তানোর পৌর সদরের গোল্লাপাড়া মৌজার, আরএস খতিয়ান নম্বর ১৬৭, হোল্ডিং ৬০০ ও দাগ নম্বর ৪৩৪ জমির পরিমাণ প্রায় ২০ শতক। উক্ত দাগের ২০ শতাংশ সম্পত্তির মধ্য সোয়া ৩ শতক সম্পত্তি কিনেছেন মর্জিনা বগম। উপজেলার পাঁচন্দর ইউপির ইলামদহী পশ্চিম পাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী সাহানাজ বেগম দিগরের  কাছে থেকে তালন্দ ইউপির সেলামপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী মর্জিনা বেগম সোয়া ৩ শতক সম্পত্তি ক্রয় করেন। যাহার দলিল নম্বর ১৬৫২ তারিখ ০৬/০৪/২০১৭ পরিমাণ সোয়া ৩ শতক,  শ্রেণী ভিটা।এদিকে মর্জিনার স্বামী মাসুদ রানা সেখানে টিনের ঘর করে বসবাস করেন এবং ওই সম্পত্তির  খাজনা পরিশোধ ও  মর্জিনার নামে নামজারি এবং  ডিসিআর কেটে  বাড়ি করার জন্য পৌরসভা থেকে প্ল্যান পাশ করে বাড়ি তৈরী শুরু করেন। কিন্ত্ত উপজেলা বিএনপির সাবেক সম্পাদক প্রতিবেশী মুনসুর রহমান বাড়ি করতে বাধা দিয়ে মাসুদ রানার বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারা মামলা করে বাড়ি নির্মাণে বাধা দিয়েছে।এদিকে মর্জিনার নামে সম্পত্তি অথচ  তার স্বামী মাসুদ রানার বিরুদ্ধে ১৪৪ ধারা করেছে। 


    এ ঘটনায় গ্রামবাসির  মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে জানতে চাইলে তানোর পৌর প্রকৌশলী বলেন,  সম্পত্তির বৈধ কাগজপত্র ব্যতিত  পৌরসভা থেকে  প্ল্যান পাশ করা হয় না।তিনি বলেন, মুনসুর রহমান গায়ের জোরে এসব করছে। এবিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিব মন্ডল বলেন, মুনসুর রহমান গায়ের জোরে এসব করছে। এবিষয়ে জানতে চাইলে মুনসুর 

    রহমান অভিযোগ অস্বীকার বলেন, তিনি তার জায়গার জন্য মামলা  করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728