মুন্ডুমালা পৌর বিএনপিতে স্বপক্ষ ত্যাগের হুমকি ||rajshahirdorpon24
মুন্ডুমালা পৌর বিএনপিতে স্বপক্ষ ত্যাগের হুমকি |
তানোর,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী নিয়ে বিএনপিতে প্রকাশ্যে দলীয়কোন্দল ও মতবিরোধ ফের মাথাচাঁড়া দিয়ে উঠেছে। তৃণমুলের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে আর্থিক সুবিধার বিনিময়ে মেয়র পদে বির্তকিত নেতৃত্ব ফিরোজ কবিরকে দলীয় মনোনয়ন দেয়ায় এসব কোন্দল ও মতবিরোধের সুত্রপাত হয়েছে। এদিকে ফিরোজের মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে বিএনপির আদর্শিক ও মুলধারার নেতকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্প্রতিবার দুপুরে ফিরোজের বিজয় ঠেকাতে মুলধারার এসব নেতাকর্মীরা স্বপক্ষ ত্যাগের ঘোষণা দিয়ে কোথাও কোথাও বিক্ষোভ প্রদর্শনও করেছে। ফলে বিজয় তো পরের কথা শক্ত প্রতিদন্দিতা করায় ফিরোজের জন্য কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ফিরোজের বিরুদ্ধে দাদন ব্যবসা ও নারী কেলেঙ্কারির মতো জঘন্য প্রচার রয়েছে।ফলে আর যাই হোক শিক্ষা নগরী মুন্ডুমালার মানুষ এমন বির্তকিত ব্যক্তিকে কখানোই মেয়রের মতো গুরুত্বপুর্ণ চেয়ারে বসাবে না এটা দিবালোকের মতো সত্য। অথচ বিষয়টা জানার পরেও প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নেতৃত্ব পৌর বিএনপির একাংশের সভাপতি, বাধাইড় ইউপির এবং রাজশাহী জেলার সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হককে বঞ্চিত করে বির্তকিত ফিরোজ কবিরকে মনোনয়ন দিয়েছে। স্থানীয় বিএনপি এটা কোনো ভাবেই মেনে নিতে পারছে না বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এবিষয়ে জানতে চাইলে ফিরোজ কবির সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে।
No comments