সাভারে গার্মেন্টস শ্রমিক ও স্কুল ছাত্রের লাশ উদ্ধার ||rajshahirdorpon24
মো: শান্ত খান সাভার :
সাভারে শারমিন খাতুন নামের (২৫) এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এঘটনায় পুলিশ হত্যাকারী স্বামী সুজন মিয়াকে আটক করেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে পুলিশ সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহত ওই গার্মেন্টস শ্রমিকের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাহের কুশিয়া গ্রামে।
পুলিশ বলছে, নেশার টাকা না পেয়ে সাভারের রাজফুলবাড়িয়ার ভাওয়ালীয়াপাড়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্থানীয় বিশ্বাস গার্মেন্টেস এর শ্রমিক শারমিন খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী।
পরে তার স্বামী মৃত অবস্থায় স্ত্রীকে চিকিৎসার জন্য একটি অটোরিকসায় করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত্যু ঘোষনা করেন।
পরে খবর পেয়ে পুলিশ নিহত ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে ও স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নেশাগ্রস্ত স্বামী সুজন মিয়াকে আটক করে।
অন্যদিকে সাভারের জালেশ্বর এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় বিপিএটিসি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী তাজবী রহমান লাজিনকে (১৫) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত স্কুল ছাত্রের পরিবারের অভিযোগ রাতে কেউ ভাড়া বাসায় ছিলো শিক্ষার্থী তাজবী রহমান লাজিন একাই ছিলো।
পরে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে দেখেন তিনি ঘরে ঝুলিয়ে আছেন। রহস্য জনক ভাবে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।
পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। নিহত শিক্ষার্থী কুষ্টিয়ার লুৎফর রহমানের ছেলে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments