তানোরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন ||rajshahirdorpon24
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন ভিত্তিক -বয়স্ক - বিধবা প্রতিবন্ধী ভাতার এন্ট্রিকৃত ডাটার তথ্য অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ডিসেম্বর বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন প্রমুখ। এদিকে একই দিন আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রালী ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
'শেখ হাসিনার বারতা' নারী-পুরুষ সমতা' প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত রালী ও পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা সহকারী কমিশনার
(ভুমি) স্বীকৃতি প্রামানিক, উপজেলা মহিলাা বিষয়ক কর্মর্কতা ফাতেমা
বেগম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
No comments