তানোরে ওর্য়াল্ড ভিশনের গরু বিতরণে অনিয়ম ||rajshahirdorpon24
তানোর(রাজশাহ)প্রতিনিধি:
রাজশাহীর তানোরে লক্ষিত হতদরিদ্রদের মাঝে ওর্য়াল্ড ভিশনের বকণা গরু বিতরণে অনিয়ম ও তালিকা প্রণয়নে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ফলে এসব গরু বিতরণ নিয়ে হতদরিদ্রদের মাঝে চাঁপাক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ।জানা গেছে ,৬ ডিসেম্বর রোববার উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওয়ার্ল্ড ভিশন তানোর এপির উদ্যোগে এসব বকণা গরু বিতরণ করা হয়।
পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষিত হতদরিদ্রদের মাঝে এসব বকণা গরু হস্তান্তর করেন। লক্ষিত হতদরিদ্র ৫৮টি পরিবারকে ৫৮টি বকণা গরু দেয়া হয় প্রতিটি গরুর মুল্য ২৮ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেল্লাল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা বিকাশ ও জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা বার্নাড কুজুর প্রমূখ।
এদিকে স্থানীয়রা জানান অর্থের বিনিময়ে অনেক স্বচ্ছল ও বিত্তবান পরিবারকে লক্ষিত হতদরিদ্র দেখিয়ে গরু দেয়া হয়েছে এতে প্রকৃত হতদরিদ্ররা বঞ্চিত হয়েছে। এছাড়াও ২৮ হাজার টাকা মুল্য দেখানো হলেও বিতরণকৃত বকণা গরুর দাম ১৫ থেকে ১৭ হাজার টাকার মধ্যে। এবিষয়ে জানতে চাইলে ওর্য়াল্ড ভিশন তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওর্য়াল্ড ভিশনের যেকোনো কাজে অনিয়মের কোনো সুযোগ নাই।তিনি বলেন, কেউ গরু না পেয়ে এমন মিথ্যাচার করতে পারে।
No comments