সাভারে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ১ ||rajshahirdorpon24
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ১ |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে টাঙ্গাইলের মির্জাপুরের সড়কে ফেলে চলে যায়। তবে এ ঘটনায় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করে পুলিশে সোর্পাদ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীর নাম রিপন হাওলাদার (৪৫)।
ভুক্তভোগীর শ্বশুর ও প্রত্যক্ষদর্শী ননী চন্দ্র রাজবংশী ও পুলিশ জানায়, ওই ব্যবসায়ী তার দোকানের জন্য মালামাল ক্রয়ের উদ্দেশ্যে ঢাকার তাতীবাজার যাচ্ছিলেন। এসময় একটি মাইক্রোবাসে তার গতিরোধ করে। পরে গাড়ী থেকে ২ থেকে ৩ জন ব্যক্তি নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠতে বললে পরিক্ষিত রাজী না হওয়ায় ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এসময় স্থানীয়রা রিপনকে আটক করে গণধোলাই দিলে বাকিরা পালিয়ে যায়। তবে স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিত বালাকে তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। টাকা ছিনিয়ে নিয়ে পরে মির্জাপুরে সড়কে ফেলে যায় ওই ব্যবসায়ীকে। এদিকে খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী রিপনকে আটক করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, ভুক্তভোগী পরিক্ষিতের দাবি তার ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয় নি। তবে উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments