গৃহকর্মী সালাম খুনের জড়িতদের শাস্তির দাবিতে ফের সংবাদ সম্মেলন ||rajshahirdorpon24
বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোরেপুশর গ্রামে লন্ডন প্রবাসী কামরার আব্দুল হাই এর বাড়ির গৃহকর্মীকে গত ১৭ নভেম্বর হত্যা করা হয়।
এ হত্যায় জড়িত সঠিক,খুনিসহ অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনরা।
আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার নৈনগাঁও গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের শাশুড়ি কমলা বেগম ও স্ত্রী লাভলী বেগম।
সংবাদ সম্মেলনে নিহত সালামের শাশুড়ি বলেন জামাইকে, কে বা,কারা হত্যা করেছে তা আমি দেখিনি!
কিন্তু আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত,তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সালামের চাচা আজর আলী, আব্দুল খালিক,প্রমুখ।
উল্লেখ্য, এর আগে পাল্টাপাল্টি দুই পক্ষ থেকে মামলা করা হয়। এবং সালাম এর হত্যাকারীদের বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেন।
No comments