বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানাবেন তাদের প্রতিনিধিরা ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি
করোনাভাইরাসের কারণে এবার মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ কথা জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে না আসলেও মন্ত্রিপরিষদের সদস্য ও কুটনৈতিক কোরের ডিনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
No comments