Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়ায় ইউনিয়ন লিগ্যাল এইউ কমিটির দ্বি-মাসিক সভা" ||rajshahirdorpon24

     

    পুঠিয়ায় ইউনিয়ন লিগ্যাল এইউ কমিটির দ্বি-মাসিক সভা" 

    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন লিগ্যাল এইউ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ডিসেম্বর ) এসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (এইড-কুমিল্লা) কর্তৃক বাস্তবায়িত, ন্যাশনাল সেন্টার ফর ষ্টেট কোর্টস (এনসিএসসি)-ইউএসএ এর অর্থায়নে ইনক্রিজিং একসেস টু জাস্টিস ইন বাংলাদেশ-রাজশাহী প্রকল্পের আয়োজনে ৫ নং শিলমাড়িয়া ইউনিয়ন লিগ্যাল এইউ কমিটির দ্বি-মাসিক সভা সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদ হোসেন মুকুল চেয়ারম্যান শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ ও অত্র কমিটির চেয়ারম্যান। সভায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন লিগ্যাল এইউ কমিটির সদস্য সচিব সহ সকল সদস্যবৃন্দু। 


    উক্ত  সভার উদ্দেশ্য ছিল জেলা পর্যায়ে বাংলাদেশ সরকার-এর “আইনগত সহায়তা প্রদান সংস্থা” কর্তৃক বিনা খরচে সেবাদান বিষয়ে আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র এবং অসহায় জনগণকে অবহিত করা ও বাংলাদেশের সরকারী পর্যায়ে বিচার ব্যবস্থা সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা স্থাপনের জন্য প্রচার প্রচারনা বৃদ্ধি করা।


     উক্ত সভাটি পাওয়ার পয়েন্ট মাধ্যমে উপস্থাপন করেন মোঃ মিজানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক,আইএজে প্রকল্প এইড-কুমিল্লা,রাজশাহী ও সহযোগিতা করেন মোঃ আয়নাল হক, ফিল্ড অফিসার। #

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728