শাহদৌলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তফির উদ্দীনের স্বরণে দোয়া ও আলোচনা সভা ||rajshahirdorpon24
শাহদৌলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তফির উদ্দীনের স্বরণে দোয়া ও আলোচনা সভা |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘায় শাহদৌলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তফির উদ্দীনের স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার (২৪-১২-২০) ২৭ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীগন এর আয়োজন করে। অনুষ্ঠান চলে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
কলেজের প্রাক্তন ছাত্র,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলুর সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, কলেজটির অধ্যক্ষ মোজাম্মেল হক।
মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা আজিজুল আলম, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম মোল্লা, এ্যাড, হামিদুল হক, সাবেক মেয়র আক্কাছ আলী, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর প্রদীপ কুমার পান্ডে,কলেজের ইংরেজি বিভাগের অবরসরপ্রাপ্ত শিক্ষক নূরুল ইসলাম, প্রাক্তন ছাত্র খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, আব্দুল মালেক (উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, সহকারি অধ্যাপক আনিসুজ্জামান মানিক, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, মরহুম তফির উদ্দীনের মেয়ে, সহকারি অধ্যাপক দিপা ম্যাডাম, প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, প্রভাষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, প্রধান শিক্ষক রফিজ উদ্দিন, শৈলেন্দ্র নাথ সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। ##
No comments