আড়ানী পৌর নির্বাচন : আ.লীগের মেয়র প্রার্থী শহীদুজ্জামানের মতবিনিময় ||rajshahirdorpon24
আড়ানী পৌর নির্বাচন : আ.লীগের মেয়র প্রার্থী শহীদুজ্জামানের মতবিনিময় |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী শহীদুজ্জামান শাহীদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌরসভার ৩ নম্বর ওয়র্ডের হামিদকুড়া ঈদগা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি শুকুর আলী। আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন আড়ানী পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী ও পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন মতি, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ডাবøু সরদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক নাজমুল হোসেন, গ্রাম প্রধান মাজদার রহমান, হেলাল, সেলিম, মামুন, বাবু, রেখা বেওয়া ও আড়ানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবলু হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন, রাজীব কুমার প্রমুখ।
শহীদুজ্জামান শাহীদ বলেন, আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে বিজয়ী হলে আড়ানী পৌরসভাকে মডেল পৌরসভা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় আড়ানী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত এবং পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো। মতবিনিময় সভায় গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। হামিদকুড়া ৩ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৯৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৬৩ ও নারী ভোটার ৪৮৭ জন। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছে ৪ জন।
No comments