Header Ads

  • সর্বশেষ খবর

    জর্ডাণ যাওয়ার জন্য ধামরাইয়ের মাষ্টার বাড়িতে ৩৪ নারীর অবস্থান ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার :

    ঢাকার ধামরাই পৌরসভার বাগনগর মহল্লায় মাষ্টার বাড়ি নামে পরিচিত একটি বাড়িতে বিভিন্ন জেলার প্রায় ৩৪ জন নারীকে জর্ডাণ পাঠানোর জন্য দুটি কক্ষে তিন দিন যাবত রাখা হয়েছে। ওই ৩৪ জন নারীকে বৈধ ভাবে জর্ডাণ পাঠানো হবে কি না তা যাচাই বাছাইয়ের জন্য স্বপন নামের এক জনকে ধামরাই থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


    এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পুরো বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। যাচাই বাছাই করার পরই বলা যাবে এই ৩৪ জন নারী বৈধ পথে বিদেশ যাবেন কি- না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728