Header Ads

  • সর্বশেষ খবর

    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব ||rajshahirdorpon24

     



    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি :

    সাভার উপজেলার  সর্বস্তরের জনগণকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন  ১৯৯০ সালের গণআন্দোলন এর অন্যতম নেতা, সাবেক ছাত্র নেতা, সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান  জনাব মঞ্জুরুল আলম রাজীব । 



    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২০ সালকে বিদায় জানিয়ে নুতন করে পরিশুদ্ধ সুস্থ পৃথিবী কামনায় ২০২১ কে স্বাগত জানিয়ে দেশবিদেশ এর সকল হিতাকাঙ্খীদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। নববর্ষের এই আনন্দক্ষণে আমার পক্ষ থেকে, সাভার উপজেলার  সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বছর যায়-বছর আসে। সকল ভেদাভেদ ভুলে-বন্ধ দুয়ার খুলে, এ বছরও আমাদের আশা-মানুষে মানুষে বাড়বে ভালোবাসা। সবার জন্য শুভ কামনা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728